থার্টিফাস্ট নাইটে ইউএনও’র কম্বল বিতরণ
শফিকুল খান জনি, (ফরিদপুর):
ইংরেজী নতুন বছর ২০২২ সালকে বরণ করতে শুক্রবার (৩১ ডিসেম্বর) দিন শেষে থার্টিফাস্ট নাইটে সবাই ছিলেন আনন্দ উৎসবে ব্যস্ত।
বিভিন্ন স্থানে আতষ বাজি ও তারা বাজি ফাটিয়ে উৎসব করেছে অনেকেই। কেউ কেউ ফানুস উড়িয়ে, গান বাজিয়ে, নেচে গেয়ে কাটিয়েছে সারা রাত। এর সঙ্গে ছিল উন্নতমানের হরেক রকম খাবারের আয়োজন।
তবে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র অসহায় শীতার্ত মানুষদের কথা চিন্তা করে, এবার একেবারেই ভিন্নভাবে থার্টিফাস্ট নাইট উদযাপন করলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু। গভীর রাতে নগরকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র শীতার্ত মানুষদের কাছে গিয়ে পৌছে দেন শীতবস্ত্র।
তিনি রাতের আধারে এলাকায় ঘুরে ঘুরে বেদেপল্লীর বাসীন্দা, আশ্রয়ন প্রকল্পের দরিদ্র পরিবার এবং শীতার্ত দরিদ্র অসহায় পথচারিদের হাতে কম্বল তুলে দেন। এসময় তার সঙ্গে ছিলেন নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইকবাল কবির।
গভীর রাতে কনকনে শীতে কাপতে থাকা দরিদ্র অসহায় শীতার্ত মানুষগুলো কম্বল পেয়ে, খুশিতে কেদে ফেলেন অনেকেই। এসময় ইউএনও জেতী প্রু'র জন্য দোয়া করেন তারা।
উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাঘুটিয়া আশ্রয়ন প্রকল্পের বাসীন্দা রাহেলা বেগম প্রতিবেদককে বলেন, নগরকান্দার ইউএনও স্যার খুবই ভালো মানুষ। শীতের রাতে কষ্ট কইরা ঘরে ঘরে আইসা আমাগো মত গরীব অসহায় মানুষগো কম্বল দিয়া গেছে।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু বলেন, থার্টিফাস্ট নাইটে এলাকার শীতার্ত অসহায় দরিদ্র মানুষদের পাশে দাড়াতে পেরে, আমি খুবই আনন্দিত এবং গর্বিত। সারা জীবন এভাবে মানুষের সেবা করতে চাই।