শিরোনাম

South east bank ad

বরগুনায় ১২ মণ নিষিদ্ধ হাঙ্গর জব্দে ২ জনকে জরিমানা

 প্রকাশ: ০১ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা):

বরগুনার পাথরঘাটা উপজেলার এক শুটকি পল্লী থেকে বঙ্গোপসাগরে শিকার করা বিভিন্ন সাইজের ১২ মণ নিষিদ্ধ হাঙর জব্দ করেছে পাথরঘাটা কোস্টগার্ড।

আজ শনিবার (১ জানুয়ারি) দুপুরের দিকে পাথরঘাটা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অবস্থিত শুটকি পল্লীতে অভিমান চালিয়ে হাঙর জব্দ করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন উপজেলা প্রশাসন।

বন বিভাগ সূত্র জানায়- শনিবার সকালে বঙ্গোপসাগরের পাথরঘাটা অঞ্চলে নিষিদ্ধ হাঙর শিকার করে তীরে ফিরছে এমন খবর পায় কোস্ট গার্ড। তারা গোপনে হাঙ্গর বহন করা ট্রলারটিকে অনুসরন করে। এরপর ট্রলারটি পাথরঘাটার শুটকি পল্লীতে নোঙর করলে উপজেলা প্রসাশন ও কোস্টগার্ড যৌথ অভিযান চালায়।

এসময় ট্রলারে থাকা দুইজন জেলেকে আটক করে এবং বিপুল পরিমানে ছোট-বড় ১২ মন হাঙর জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই জেলেকে ৬ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

এবিষয়ে পাথরঘটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ জানান- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে হাঙর জব্দ করে কোস্টগার্ড।

তিনি আরো জানান- পরে বিষটি আমাদের জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাই। আটক হওয়া দুই জেলেকে তিন হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। বাকি জেলেরা পালিয়ে যায়৷ জব্দ হওয়া এসব হাঙরকে ধ্বংস করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: