শিরোনাম

South east bank ad

বান্দরবানে শুরু হল ৩ দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা

 প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সোহেল কান্তি নাথ, (বান্দরবান) :

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় কমিটির উদ্দ্যোগে সারা দেশের ন্যায় বান্দরবানেও শুরু হল ৩ দিনব্যাপী শুরু হয়েছে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে এই বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। পরে বই মেলা উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পুলিশ সুপার জেরিন আখতার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড.মোহীত উল আলম, সিভিল সার্জন অং সুই প্রু চৌধুরী'সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন- জতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে জাতির মনন ও মেধা বিকাশে আলোকিত মানুষ গঠনের লক্ষ্যে এই বই মেলার আয়োজন। বই মেলা শুধু মেলা নয়। জ্ঞান পিপাসুদের জ্ঞান অর্জনের সম্ভার।আক্ষরিক জ্ঞান না থাকলে আমাদের মাতৃভাষা বিশ্বে স্বীকৃতি পেত না। জ্ঞান অর্জনে বইয়ের বিকল্প নাই।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: