রোটারি ক্লাবের আয়োজনে রক্তের গ্রুপ পরিক্ষা ও মাস্ক বিতরণ
শরিফা বেগম শিউলী, (রংপুর):
মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে রংপুর স্নেহা নার্সিং কলেজ রোটারি ক্লাবের আয়োজনে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে রক্তের গ্রুপ পরিক্ষা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টায় স্নেহা নার্সিং কলেজের হলরুমে কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরিক্ষা ও মাস্ক বিতরণ করা হয়।
রক্তের গ্রুপ পরিক্ষা ও মাস্ক বিতরণ কর্মসূচীতে রোটারি ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রোটারি ক্লাব অব রংপুর পায়রা বন্দ নাফিছা সুলতানা, স্নেহা নার্সিং কলেজের চেয়ারম্যান মনোয়ারুল কাদির মাসুম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ আম্বিয়া পারভীন, একাডেমিক কো-অর্ডিনেটর আতোয়ার রহমান, নার্সিং ইন্সপেক্টর আয়শা সিদ্দিকা শিলা, চীফ ফাইন্যান্স অফিসার শিমুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মানিক চন্দ্র সাহা, সুমির কুমার পাল, মশিউর রহমান, রাজু, পিয়াল ও কলেজে অধ্যয়নরত সকল ছাত্র-ছাত্রীসহ প্রমূখ।