মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল আর নেই
এস এম সামছুর রহমান, (বাগেরহাট):
মুক্তিযুদ্ধকালীন রামপাল মোংলা অঞ্চলের কমান্ডার ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এবং রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল জলিল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার সকালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ১ ছেলে রেখে গেছেন।
এদিন বিকালে রামপাল পুরাতন কোর্ট চত্তরে তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ভ’ইয়া হেমায়েত উদ্দীন, বাগেরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।