গোপালগঞ্জে বাস চাপায় প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
মেহের মামুন, (গোপালগঞ্জ):
গোপালগঞ্জে বাস চাপায় রাইসুল ইসলাম শুভ (২২) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে। এ সময় নিহত শিক্ষার্থী'র দুই আত্নীয় আহত হয়েছেন।
শুভ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
শুভর গ্রামের বাড়ি বগুড়া জেলার কাহালু উপজেলায়। তার পিতার নাম মৃত শামসুর রহমান।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, নিহত শিক্ষার্থী শুভসহ ৩ শিক্ষার্থী একটি ভ্যানে করে ঘোনাপাড়া স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পধিমধ্যে খুলনাগামী দোলা পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়।
এতে ওই ৩ শিক্ষার্থীসহ ভ্যান চালক রাস্তার উপর সিটকে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শুভকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষার্থী হাসপাতালে ভীড় করেন।