গ্রিল ভেঙ্গে ডাকাতি ও গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ
এস এম সামছুর রহান,(বাগেরহাট):
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বসতবাড়ির গ্রিল ভেঙ্গে ডাকাতি ও গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে মোরেলগঞ্জ উপজেলায় নিশানবাড়িয়া ইউনিয়নে পূর্ব চিপাবারইখালী গ্রামের হারুন হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নির্যাতিতা গৃহবধূকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তির পর তাকে রবিবার বিকালে বাগেরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গৃহকর্তা হারুণ হাওলাদার জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে বসতঘরের জানালার গ্রিল ভেঙ্গে ৮ থেকে ১০জনে ডাকাত দল ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে তাকে ও তার স্ত্রীকে (৪০) মারপিট করে আলাদা কক্ষে বেঁধে রাখে। পরে কয়েকজনে মিলে তার স্ত্রীকে গণধর্ষণ করে ঘরে থাকা নগদ প্রায় দুই টাকা ও ৯ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে চলে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার কেএম আরিফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে নানা গুঞ্জন রয়েছে।
ভিকটিমের পরিবারের পক্ষ থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা পরস্পর আত্মিয় ও প্রতিবেশি। এখনও থানায় কেউ অভিযোগ করেনি। বিষয়টি গুরুত্ত্বের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।