ফুটবল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি
শামীম আলম, (জামালপুর):
জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপে লাল সবুজ ফ্রেন্ডস এসোসিয়েশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৪ ডিসেম্বর) শুক্রবার বিকেলে উপজেলার হরিনাকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন। খেলার উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় চেচুয়া একাদশ ও কটারবাড়ী যুব স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। খেলার নির্ধারিত সময়ের মধ্যে কোন দর গোল করতে না পারায় ট্রাইবেকারের মাধ্যমে কটারবাড়ী যুব স্পোর্টিং ক্লাব ৫-৪ গোলে জয়লাভ করে। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।