কাঠালিয়ায় মটর সাইকেল দূর্ঘটনা, নিহত-২
মোঃ রাজু খান, (ঝালকাঠি):
ঝালকাঠির কাঠালিয়া-রাজাপুর সড়কের শুক্রবার আমুয়া থেকে ঝালকাঠি যাওয়ার পথে শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে চালক মোঃ পারভেজ (১৯) ও আরোহী মো. হাচিব (১৮) গুরুতর আহত হয়। পরে আহতদেরকে রাজাপুর হাসপাতালে নেয়া হলে কর্তবরত চিকিৎসক আহত দুইজনেকই মৃত্যু ঘাষণা করেন।
ঘটনাস্থল পরির্দশন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, মোঃ মিঠু সিকদার।