শিরোনাম

South east bank ad

আর্মি গল্ফ ক্লাবে “এনডিই নিউ ইয়ার কাপ গল্ফ টুর্নামেন্ট ২০২১’’ এর পর্দা উঠলো

 প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ঢাকা সেনানিবাসস্থ আর্মি গল্ফ ক্লাবে আজ শুক্রবার (২৪-১২-২০২১) চার দিন ব্যাপি “এনডিই নিউ ইয়ার কাপ গল্ফ টুর্নামেন্ট ২০২১’’ উদ্বোধন হয়েছে। গত ২২ ডিসেম্বর ২০২১ থেকে শুরু হওয়া এ টুর্নামেন্ট আগামী ৩১ ডিসেম্বর ২০২১ একই স্থানে সমাপ্ত হবে। আজ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভিসি, বিইউপি ও প্রেসিডেন্ট, আর্মি গল্ফ ক্লাব, মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জনাব রিজয়ান মোস্তাফিজ, ম্যানেজিং ডাইরেক্টর, এনডিই গ্রুপ, ব্রিগেডিয়ার জেনারেল শাহ নূর জিলানী (অবঃ), চেয়ারম্যান টুর্নামেন্ট কমিটি, কর্নেল মোঃ সাজ্জাদ হোসেন, গল্ফ ক্যাপ্টেন, আর্মি গল্ফ ক্লাব, কর্নেল এস এম শওকত আলী (অবঃ), প্রধান নির্বাহী অফিসার, আর্মি গল্ফ ক্লাব, লেঃ কর্নেল মোঃ গোলাম মন্জুর সিদ্দিকী, সদস্য সচিব, আর্মি গল্ফ ক্লাব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অ্যামেচার গল্ফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরীতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হলো- সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টুর্নামেন্টে ৭৫০ জন খেলোয়াড় অংশ নেবেন বলে আর্মি গল্ফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যে বিদেশী খেলোয়াড়ও অংশ নিচ্ছেন।

আগামী ৩১ ডিসেম্বর ২০২১ রোজ শুক্রবার সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

এসএমটি

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: