থানছি ও রোয়াংছড়ি পর্যটন কেন্দ্র ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ
সোহেল কান্তি নাথ, (বান্দরবান):
বান্দরবানের থানছি ও রোয়াংছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র ভ্রমনে পর্যটকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। বৃহষ্পতিবার জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তীবরিজি’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারী করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ২৬ ডিসেম্বর ২০২১ তারিখ ৪র্থ ধাপে বান্দরবান পার্বত্য জেলার থানছি ও রোয়াংছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন’ ২১ উপলক্ষ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উক্ত ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের নিমিত্তে এবং পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় ২৪ ডিসেম্বর ভোর ৬টা থেকে ২৭ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত থানছি উপজেলার পর্যটন কেন্দ্র গুলোতে এবং ২৫ ডিসেম্বর ভোর থেকে ২৬ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত রোয়াংছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র গুলোতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
উল্লেখ্য, থানছি উপজেলার রেমাক্রী, বড় মদক, ডিম পাহাড়, তমাতুঙ্গি, নাফাকুম এবং রোয়াংছড়ি উপজেলার দেবতাকুম ও শীলবান্ধা ঝর্না সহ বিভিন্ন পর্যটন স্পট দেখতে প্রতিদিন শত শত পর্যটক উপজেলা গুলোতে ভ্রমণে যায়।