শিরোনাম

South east bank ad

বরিশালে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা চালকদের সমাবেশ

 প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.মিরাজ হোসাইন, (বরিশাল) :

ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশার দ্রুত নিবন্ধন করাসহ ৪ দফা দাবিতে বরিশালে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে রিকশা, ব্যাটারী রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচিতে নগরীর সদর রোডে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কে যান চলাচল থমকে যায়। ভোগান্তিতে পড়ে হাজার হাজার মানুষ।

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম কমিটির জেলা সভাপতি ও জেলা বাসদের আহবায়ক ইমরান হাবিব রুম্মানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, রিকশা ভ্যান চালক সমিতির সভাপতি দুলাল মল্লিক, ইজিবাইক সমিতির সভাপতি গোলাম রসুল, আবু তাহের ও আবুল বাশার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিআরটিএ প্রস্তাবিত থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২১ দ্রুত চুড়ান্ত করতে হবে। এই যানবাহনের সাথে দেশে ৫০ লাখ পরিবার তথা আড়াই কোটি মানুষের জীবন জীবিকা চলে। কোন মতেই এসব যান চলাচল বন্ধ করা যাবে না। দ্রুত এসব যানের নিবন্ধনসহ রুট পারমিট এবং লাইসেন্স প্রদান করতে হবে। তিন চাকার ভিন্ন মডেলের যানবাহন আমদানির স্বার্থে ইজিবাইক বন্ধের চক্রান্ত সফল করতে দেওয়া হবে না।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বিআরটিএ চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। পরবর্তীতে তারা নগরীর বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে মিছিলটি শেষ করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: