শিরোনাম

South east bank ad

আওয়ামী যুব লীগ সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন

 প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা)

বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরগুনা জেলার নেতাকর্মীদের কাঙ্খিত স্বপ্নের দ্বার খুলতে যাচ্ছে আগামী (২১ ডিসেম্বর)। তাই বর্ণিল সাজে সাজানো হয়েছে সম্মেলন স্থান শহরের শহীদ মিনার ও টাউন হল মাঠ। বিশালাকৃতির নৌকার ডামি সম্বলিত তৈরি করা হয়েছে বক্তৃতা মঞ্চ। যে মঞ্চ থেকে বরগুনা জেলা আওয়ামী যুবলীগের স্বপ্ন বাস্তবায়নে নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।

ইতোমধ্যেই জেলা আওয়ামী যুব লীগের সম্মেলনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বরগুনা জেলা যুবলীগ। এখন কেবল অপেক্ষা কাঙ্খিত দিনটির। আগামী ২১ ডিসেম্বর শেষ হবে দীর্ঘ ১৭ বছরের অবসান। নতুন সাজে নতুনত্বের হাত ধরে যোগ্য নেতৃত্বে আসবে বরগুনা জেলা যুবলীগে, এমনটাই আশাবাদী আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠন ও বরগুনাবাসী।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরগুনা জেলা শাখার সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

বিশেষ অতিথি হিসেবে মঞ্চে অধিষ্ঠিত হবেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবীর, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সুলতানা নাদিরা, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ দেলোয়ার হোসেন।

কেন্দ্র থেকে আগত অতিথিদের মধ্যে- বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মাজহারুল ইসলাম, উপ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া শামীম ও কেন্দ্রীয় সদস্যদের মধ্যে উপস্থিত থাকবেন- কপিল হালদার সজল, মোঃ সাইফুর রহমান সুজন, মোঃ আব্দুল্লাহ আল মামুন মিঠু, মোঃ আমিনুল ইসলাম খান শিপন, মোঃ বাবুল আহমেদ খান ইমন, আরিফুর রহমান লিমন ও মোঃ কামরুজ্জামান রোকন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরগুনা জেলা শাখার সম্মেলনে সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাবুর সঞ্চালনায় ও অ্যাডভোকেট কামরুল হাসান মহারাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে দীর্ঘ দিনের আকাঙ্ক্ষিত স্বপ্ন বরগুনা জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন। যেখানে সৃষ্টি হবে নতুন নেতৃত্ব। গর্জে উঠবে নতুন ভোরের আলোয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের বরগুনা জেলা শাখা।

বরগুনা জেলা যুবলীগের বর্তমান সভাপতি ও বরগুনা পৌর মেয়র অ্যাডভোকেট মোঃ কামরুল আহসান মহারাজ বলেন- আমরা জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি সফলতার সাথে সম্মেলন সম্পন্ন করতে পারব।

এসএমটি

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: