শিরোনাম

South east bank ad

হাবিপ্রবিতে ‘অ্যানুয়াল রিসার্চ রিভিউ’ কর্মশালা

 প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিয়ের (আইআরটি) উদ্যোগে ‘অ্যানুয়াল রিসার্চ রিভিউ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম-২ এ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এম কামরুজ্জামান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার।

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসা. নূর-ই-নাজমুন নাহার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপগুলোর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প ২০২১ ও ২০৪১ এবং ডেল্টাপ্লান-২১০০ বাস্তবায়নের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশে এখন শিক্ষার হার এবং মানুষের গড় আয়ু বেড়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে উচ্চশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠ। আর এ বিদ্যাপিঠ থেকে গবেষণার মাধ্যমে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করে দেশ ও জাতিকে সমৃদ্ধ করবেন এটাই আমার প্রত্যাশা। এ সময় তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন ২০২০-২১ এবং ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি)’র বার্ষিক গবেষণা প্রতিবেদন ২০২০-২১ এর মোড়ক উন্মোচন করেন।

সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সহধর্মীনি বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন বলেন, বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এটি একটি ব্যতিক্রম বিশ্ববিদ্যালয়। যেখানে একসাথে কৃষি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ভেটেনিারি, বিজনেস স্টাডিজ, ফিসারিজ, ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয়ে এবং বিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিষয়ে শিক্ষাদান করা হয়।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইআরটি’র সহযোগী পরিচালক প্রফেসর ড. বেগম ফাতেমা জোহরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
/জেটএন/

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: