শিরোনাম

South east bank ad

পটুয়াখালীতে সংবাদ সম্মেলনে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০

 প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

পটুয়াখালীর গলাচিপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হোরায়রা (১৮) নামের এক নারীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) রাত সাতটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন চলাকালীন এ ঘটনা ঘটে।

এ সময় উত্তেজিত কর্মীরা আওয়ামী লীগ অফিসের চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাংচুর করে। পরে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকাল তিনটায় উপজেলা চেয়ারম্যান শাহিন শাহের বিরুদ্ধে অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ এনে ঝাড়ু মিছিল করে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।

এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন ডাকেন।

সন্ধ্যার পর সম্মেলন চলাকালে গলাচিপা পৌরমেয়র আহসানুল হক তুহিন ও ওয়ানা মার্জিয়া নিতু আওয়ামী লীগ অফিসে প্রবেশ করলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ঘটনার সতত্য নিশ্চিত করে গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।
/জেটএন/

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: