আন্তর্জাতিক অভিবাসী দিবসে আলোচনা
মোঃ মাসুদ রানা, (পঞ্চগড়):
প্রতিবছরের ন্যায় এবারও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন , সহকারী কমিশনার(ভূমি) শায়লা সাঈদ তন্বী।
এবারের প্রতিপাদ্য বিষয় “ শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা/ অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা” এর উপর গুরুতরোপ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম,মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র চট্রপাধ্যায় প্রমুখ।
এমএফ