শিরোনাম

South east bank ad

ময়মনসিংহের জোড়া খুনে ইউপি চেয়ারম্যানসহ আসামি-৩৬

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নজরুল ইসলাম, (ময়মনসিংহ):

ময়মনসিংহে ওয়াজ মাহফিল নিয়ে দ্বন্দে দুই ভাইকে হত্যার ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৩৬ জনকে আসামি করে মামলা হয়েছে।

নিহত দুই ভাইয়ের বাবা আলী আকবর বাদি হয়ে রোববার (১২ ডিসেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানায় এই হত্যা মমলা দায়ের করেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদকে এ মামলায় হুকুমের আসামি করা হয়েছে।

পরিদর্শক ফারুক হোসেন আরো জানান, গত শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চর সিরতা ইউনিয়নে ওয়াজ মাহফিল ও জমি নিয়ে রফিকুল ইসলাম ও তার ভাই সফিকুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রফিকুলের মৃত্যু হয়।

তবে সফিকুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সফিকুলও মারা যান।

এ ঘটনাটির পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত দুই ভাইয়ের বাবা আলী আকবর দুই সন্তানকে জোড়া খুনের ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: