শিরোনাম

South east bank ad

১৯ ক্রীড়াবিদকে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশনের অনুদান

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

নাটোরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশন থেকে জেলার অসচ্ছল, আহত ও অসমর্থ ক্রীড়াবিদ ১৯ জনকে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

সোমবার (১৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুবিধাভোগীদের ২৪ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।

স্থানীয় সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল প্রধান অতিথি হিসেবে সুবিধাভোগীদের এসব চেক হস্তান্তর করেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার খালিদ হাসান জানান, মোট ১৯ জন ক্রীড়াবিদ অথবা তাদের পরিবারের নিকট মোট চার লাখ ৫৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।

জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার প্রমুখ।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহানায়ক। তিনি বৈষম্যমুক্ত সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তাঁর নির্দেশিত পন্থায় উন্নত বাংলাদেশের কাংখিত গন্তব্যে পৌঁছতে অক্লান্ত পরিশ্রম করছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে চান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: