দুর্গাপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):
ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। গতকাল রোববার (১২ ডিসেম্বর) নানা আয়োজনে এ দিবস পালিত হয়।
এই উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে রচনা, চিত্রাংকন ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা পুর্বে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব উদ্দিন তালুকদার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু তাহের ভুইয়া, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো. মাহবুবুল আলম প্রমুখ।