শিরোনাম

South east bank ad

মাদক সেবন ও সংরক্ষণের দায়ে চার ব্যক্তির দণ্ড

 প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মশিউর রহমান কাউসার, (ময়মনসিংহ):

ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে চার ব্যক্তিকে কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন।

এর আগে বুধবার ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম গৌরীপুরে অভিযান চালিয়ে ১ কেজি ৪শ গ্রাম গাঁজা সহ চারজনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে দ- দেয়া হয়।

দণ্ড প্রাপ্তরা হলেন-উপজেলার অচিন্তপুর ইউনিয়নের পাঁচকাহানিয়া গ্রামের মোঃ হাছেন আলীর ছেলে জিয়াউর রহমান (৪০) ১৪ মাস কারাদণ্ড, অচিন্তপুর ইউনিয়নের খান্দার গ্রামের মতিউর রহমানের ছেলে মোঃ নুরুজ্জামান (৩৩) ৬ মাস কারাদ-, সিধলা ইউনিয়নের বেলতলি গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে কামরুজ্জামান (২৬) ৩ মাস কারাদ- ও মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম মইলাকান্দা গ্রামের মৃত শাহীন মিয়ার ছেলে রবিকুল ইসলাম (৩৭) ৩ মাস কারাদ-।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত মাদক পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: