ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের সাক্ষাৎ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর ২০২১) সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে এই সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে শিল্প-বাণিজ্যের বিকাশে বাংলাদেশ-ভারতের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার বিষয়ে তারা কথা বলেন।
ভারতের রাষ্ট্রপতির সফরের প্রস্তুতির অংশ হিসেবে দু'দিনের সফরে মঙ্গলবার ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।