শিরোনাম

South east bank ad

ছক্কা মারলেন ইউপি চেয়ারম্যান ফজু

 প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু। টানা ২৯ বছর ধরে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি। তৃতীয় ধাপে (২৮ নভেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ষ্ঠ বারের মত বিপুল ভোটে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পরপর ছয়বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অপ্রতিরোধ্য চেয়ারম্যান হিসেবে গোটা উপজেলায় তার সুখ্যাতি ছড়িয়ে পড়েছে।

আলী আতোয়ার তালুকদার ফজু শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের খাদাশ গ্রামের মৃত খয়রাত আলী তালুকদারের ছেলে। পারিবারিক জীবনে তার এক ছেলে ও এক মেয়ের মধ্যে মেয়ে-জামাই লন্ডনে স্থায়ীভাবে বসবাস করেন। ছেলে আলী নাভাল স্বর্গ একজন দাঁতের ডাক্তার। তিনি ঢাকার উত্তরায় থাকেন।

জানা গেছে, আলী আতোয়ার তালুকদার ফজু জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতি করতেন। শাজাহানপুর উপজেলা বিএনপি অধ্যুষিত হওয়ার সুবাদে ১৯৯২ সালে প্রথম তিনি গোহাইল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। কোন নির্বাচনেই আওয়ামী লীগ, জামায়াতের কোন প্রার্থীই তাকে আটকাতে পারেননি। প্রতিবারই তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

দলীয়ভাবেও তিনি ছিলেন উপজেলা বিএনপির একজন শীর্ষ নেতা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক থাকাকালে দলীয় গ্রুপিংয়ের কারণে দল থেকে ছিটকে পড়েন তিনি। এরপর ২০১৬ সালের জুন মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনের কয়েকদিন আগে আওয়ামী লীগে যোগদান করেই নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। ধানের শীষ হারিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে সেই বারও তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। এবারও নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি-জামায়াতের প্রার্থীকে পরাজিত করে তার জয়ের ধারা অব্যাহত রেখেছেন। তার এই জয়ের ধারাকে দল মত নির্বিশেষে একজন সৎ, নিষ্ঠাবান ও ন্যায়পরায়ন ব্যক্তির সুশৃংখল কর্মকান্ডের বহিপ্রকাশ বলে জানিয়েছেন ইউনিয়নবাসি।

গোহাইল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব মেহের আলম জানান, তিনি প্রথম থেকেই আলী আতোয়ার তালুকদার ফজুর সঙ্গে আছেন। ফজু সব সময় গরীব, দুঃখী অসহায় মানুষের পাশে থেকেছেন। তার চারিত্রিক গুণাবলীর কারণেই দল মত নির্বিশেষে সকলেই তাকে প্রতিবার ভোট দিয়ে নির্বাচিত করেন।

গোহাইল ইউনিয়নের বাসিন্দা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি আবু বকর সিদ্দিক জানান, ফজু চেয়ারম্যান একজন জনদরদী মানুষ। বিপদে আপদে তিনি অসহায় মানুষের পাশে থেকেছেন। অর্থ দিয়ে সহায়তা করেছেন। ন্যায়পরায়ন ও বিচক্ষণতার সঙ্গে বিচার-সালিশ করেছেন। এসব কারণেই তিনি সাধারণ মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছেন।

রূপিহার গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক রইচ উদ্দিন জানান, ফজু চেয়ারম্যান একজন যোগ্যতা সম্পন্ন লোক। তার কারণে ইউনিয়নে চুরি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকান্ড করতে কেউ সাহস পায় না। তাছাড়া তাকে সহজেই কাছে পাওয়া যায়। তার আচার-ব্যবহারের কারণে বার বার তাকে মানুষ ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন।

গোহাইল ইউনিয়নের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু বলেন, আমি সব সময় চেষ্টা করি সুখে-দুঃখে মানুষের পাশে থাকার। সেদিক থেকে মানুষের বিপদ-আপদে সাধ্যমত সাহায্য সহযোগিতা করে আসছি। বিনা দোষে সাধারণ মানুষকে মামলা মোকদ্দমায় হয়রানির শিকার হতে দেয়নি। তাছাড়া বিভিন্ন ধরনের সরকারি অনুদান সঠিকভাবে বন্টন করেছি। যার কারণে ইউনিয়নবাসি ভালোবেসে বার বার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এই বিজয় আমার নয়। এই বিজয় ইউনিয়নবাসির। আমি ইউনিয়নবাসীর কাছে চিরকৃতজ্ঞ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: