শরণখোলায় সাংবাদিক শামীমের সুস্থতা কামনায় দোয়া
নইন আবু নাঈম, (শরণখোলা) :
শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সংবাদ ও সমাজের কথা পত্রিকার উপজেলা প্রতিনিধি এমাদুল হক শামীমের সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৭ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, আওয়ামী লীগ নেতা এম.এ রশিদ আকন, মোঃ রফিকুল ইসলাম কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান বিপ্লব, শিক্ষক নেতা মোঃ নান্না মিয়া, রায়েন্দা আরকেডিএস বালিকা বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মোঃ সেলিম হাওলাদার, সাংবাদিক মিজানুর রাকিব, মাসুম বিল্লাহ, মাসুদ মীর, নইন আবু নাঈম, সুমন হোসেন, মেহেদী হাসান শাওন ও মোঃ শাহীন হাওাদার। দোয়া পরিচালনা করেন রায়েন্দা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মনিরুজ্জামান।
সাংবাদিক শামীম লিভার সিরোসিস জনিতে রোগে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইসষ্টিটিউট ও হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন