জামালপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
শামীম আলম, (জামালপুর) :
কোভিড-১৯ পরবর্তী অন্তর্ভূক্তিমূলক বিশ্ব গড়তে প্রয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্ব ও অংশগ্রহণ’- এই প্রতিপাদ্যে জামালপুরে ৩০ তম আন্তর্জাতিক ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সহায়ক বিতরণ করেছে জামালপুর সমাজসেবা কার্যালয় ।
আজ শুক্রবার সন্ধ্যায় জামালপুর প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে সমাজ সেবা পরিচালক রাজু আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন সিভিল সার্জন প্রনয় কান্তিদাস, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান ছানা সমাজ সেবা সহকারি পরিচাক আবু ইলিয়াস মল্পিকসহ আরোও অনেকেই ।
এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন নিশ্চিত করতে তাদের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা খুবই জরুরি। সমাজের অবিচ্ছেদ্য এ অংশকে সকল নাগরিক সুযোগ-সুবিধা দিয়ে যথাযথ প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি জ্ঞানের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। তবেই প্রতিবন্ধী ব্যক্তিরাও জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবেন।