পিতার কবর জিয়ারত করলেন ভূমিমন্ত্রী জাবেদ
জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক এমপি মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু'র কবর জিয়ারত করলেন ভূমিমন্ত্রী পুত্র সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ( এমপি)।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর বারোটার সময় উপজেলার হাইলধর ইউনিয়নে মন্ত্রীর নিজ বাড়ীতে পিতার কবরে এসে জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, মন্ত্রীর একান্ত সচিব রিদয়ানুল করিম সায়েম, উপজেলা আওয়ামিলীগ সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পদক এম এ মালেক, জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর, সহকারি সচিব ইমরান হোসেন বাবু, কর্ণফুলী উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলামসহ ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামিলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।