শহীদওহাবপুর ইউপির চেয়ারম্যান প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার
খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী):
আগামী (২৬ শে ডিসেম্বর) অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে শহীদওহাবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী (স্বতন্ত্র) ও বর্তমান চেয়ারম্যান মােঃ তােরাপ আলী মন্ডল) তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।
বুধবার (০১ ডিসেম্বর) দুপুরে পরিবার পরিকল্পনা অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কাছে মােঃ তােরাপ আলী মন্ডল তার মনোনয়ন প্রত্যাহার করার জন্য লিখিত ভাবে আবেদন করেন।
তার আবেদনে তিনি উল্লেখ করেন, যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মােঃ তােরাপ আলী মন্ডল শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনােনয়নপত্র দাখিল করি। গত ২৯/১১/২০২১ তারিখ মনােনয়নপত্র বাছায়ের পর বৈধ প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে বিবেচিত হই। ব্যাক্তিগত কারণে আমি নির্বাচন করতে ইচ্ছুক নহি বিধায় আমার মনােনয়নপত্র (প্রার্থীত) প্রত্যাহার করছি।
এমতাবস্থায়, আমার মনােনয়নপত্র প্রত্যাহারের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে মর্জি হন।
এবিষয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ তোরাব আলী মন্ডল বলেন আমি শহীদওহাবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, জনগণের দাবির মুখে আবারও প্রার্থী হয়েছিলাম। আমি আওয়ামী লীগের রাজনীতি করি দলকে ভালোবাসি তাই দলের সিদ্ধান্ত অনুযায়ী এবং রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর আহ্বানে সিদ্ধান্ত নিয়েছি দলীয় প্রার্থীর বিপরীতে নির্বাচন করবোনা।
বিনীত নিবেদক-
(মােঃ তােরাপ আলী মন্ডল)
চেয়ারম্যান পদ প্রার্থী (স্বতন্ত্র)
ইউনিয়নঃ শহীদওহাবপুর
মােবাইলঃ ০১৭১৩-৫৬৮৮৫৭