শিরোনাম

South east bank ad

জাতির পিতার সমাধিতে আ.লীগের সভাপতিম-লীর সদস্য লিটনের শ্রদ্ধা

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো):

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নতুন মনোনিত সভাপতিম-লীর সদস্য, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার (০১ ডিসেম্বর ২০২১) দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর তিনি স্বাধীনতার মহান স্থাপতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, আমরা আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র জন্মস্থান, জাতির পিতার মাজারে এসেছি আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে গভীর শ্রদ্ধা জানাতে। বঙ্গবন্ধুকন্যা, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে সভাপতিম-লীর সদস্য মনোনীত করেছেন। আমি প্রধানমন্ত্রীর কাছে চির কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবো। আমরা উত্তরবঙ্গের সকল মানুষ অত্র অঞ্চলে আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করবো, মানুষের কল্যানের কাজ করবো। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে আজ সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান। ঠিক সেই সময়ে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রকারীদের ব্যাপারে আমাদের আরো সজাগ থাকতে হবে।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মনসুর রহমান, সংরক্ষিত নারী আসনের সাংসদ আদিবা আঞ্জুম মিতা প্রমুখ উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: