শিরোনাম

South east bank ad

নারদ নদের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

 প্রকাশ: ৩০ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

নাটোর শহরের মধ্য দিয়ে যাওয়া নারদ নদের তীরে গড়ে তোলা অবৈধ স্থাপনা উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসানের নেতৃত্বে শহরের নাটোর সদর হাসপাতাল মোড় এলাকায় নারদ সেতুর (সাবেক হেমাঙ্গিনী ব্রিজের) দক্ষিণ প্রান্ত থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

ক্ষতিগ্রস্থদের অভিযোগ তাদের পুনর্বাসন না করেই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। তারা স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান করোনার শুরুর আগে এসব এলাকার অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছিল। করোনায় মহামারির কারণে অভিযান স্থগিত হওয়ায় উচ্ছেদকৃত স্থানে তারা পুনরায় স্থাপনা নির্মান করে।

নাটোর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, করেনা মহামারির সময় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। কিন্ত গত দুই বছরে দখলকারী আবারও নতুন করে স্থাপনা গড়ে তুলে।

নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মকলেছুর রহমান বলেন, নারদ নদ রক্ষায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ১৫ দিনের সময় দিয়ে অবৈধ দখলকারীদের স্থপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। এছাড়া মাইকিংও করা হয়। যারা সরিয়ে নেননি তাদের উচ্ছেদ করা হচ্ছে। নারদ নদের প্রাণ ফিরিয়ে আনার জন্য দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: