বিশ্ব এন্ট্রিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত।
শামীম আলম, (জামালপুর):
হোক সচেতনতার বিস্তার, চাই এন্ট্রিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে নিস্তার, এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় জামালপুরে বিশ্ব এন্ট্রিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ জামালপুরে বিশ্ব এন্ট্রিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ১৮ - গতকাল বুধবার (২৪ নভেম্বর ২০২১) উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল বুধবার (২৪ নভেম্বর ২০২১) জেলা সিভিল সার্জন অফিস আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা ডা, নজরুল ইসলাম সভা কক্ষে এক আলোচনা সভায় জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো,আনিছুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন প্রনয় কান্তি দাশ, এসময় বক্তব্য রাখেন, ২৫০শয্যার জেনারেল হাসপাতালে সহকারি পরিচালক মো, মাহফুজুর রহমান সোহান।
বক্ষব্যধি ক্লিনিকের মেডিকেল অফিসার স্বাগত সাহা,জেলা মৎস্য দপ্তরে পরিচারক, মিজানুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো, শহিদুজ্জামান,ওষুধ প্রশাসনের উচ্চমান সহকারী মো, আঃ হাকিম মোল্লা, এ সময় বক্তারা এন্ট্রিবায়োটিকের অপ্রয়োজনীয়, অতিরিক্ত এবং আংশিক ব্যবহার ক্ষতিকারক ও ডাক্তারের পরামর্শ ছাড়া এন্ট্রি বায়োটিকের যত্রতত্র ব্যবহার না করা।এন্ট্রি বায়োটিক পূর্ন মেয়াদে ব্যবহার ও চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া দোকান থেকে এন্ট্রি বায়োটিক ক্রয় না করার জন্য সবাইকে আহ্বান জানান ।