শিরোনাম

South east bank ad

আওয়ামী লীগ নেতা কৃষিবিদ বদিউজ্জামান বাদশা আর নেই

 প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর):

অবশেষে মরণব্যাধি ক্যান্সারের কাছে হেরেই গেলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য, কৃষকলীগের সাবেক কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, শেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র নির্বাহী সদস্য, শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। তিনি আজ সোমবার (২২ নভেম্বর) রাত পৌণে ৩টায় রাজধানী ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা গেছেন (ইন্না লিল্লাহি……রাজিউন)।

জানা যায়, সম্প্রতি রাজধানী ঢাকায় অবস্থানকালে কৃষিবিদ বদিউজ্জামান বাদশা প্রথমে করোনা ভাইরাসে আক্রান্ত হন। কিন্তু বিষয়টি টের পাওয়ার আগেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তিনি। এরপর তাকে প্রথমে গত (৩১ সেপ্টেম্বর) মিরপুরের বারডেম হাসপাতালে ও পরে ধানমন্ডিস্থ ডা. আনোয়ার খান মডার্ণ হাসপাতালে ভর্তি করা হয়। তারপরও তার অবস্থার অবনতি হলে গত (২২ অক্টোবর) তাকে ভারতের চেন্নাইয়ের এ্যাপোলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, করোনা ও ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার প্রায় দু’মাস আগেই তার অগ্নাশয়ে টিউমার হয়েছিল এবং বায়োপসি পরীক্ষায় তার লিভার ক্যান্সার শনাক্ত হয়। ফলে সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাকে নিয়ে অনেকটা দেশে ফিরে আসেন স্ত্রী মোর্শেদা বেগমসহ সাথে থাকা আরও ২ স্বজন।

পরে গত ৮ নভেম্বর ভারতের চেন্নাই থেকে ফেরত আসার পর থেকে রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি করা হয় আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান বাদশাকে। পরে তাকে বিএসএমএমইউ-তে স্থানান্তর করা হয়। এরপর গত ১৬ নভেম্বর বিএসএমএমইউ থেকে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপিসহ দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: