প্রাইম ব্যাংক ২.০ বিলিয়ন টাকা বিনিয়োগ করেছে ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেডের প্রেফারেন্স শেয়ারে
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
প্রাইম ব্যাংক বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘ইউনাইটেড গ্রুপ’এর একটি অঙ্গ প্রতিষ্ঠান ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেড (ইউএমপিএল) এরপ্রেফারেন্স শেয়ারে ২.০০ বিলিয়ন টাকা বিনিয়োগ করেছে।
অনুষ্ঠানে ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দিন হাসান রশীদ এবং চীফ এ্যাডভাইজার হাসান মাহমুদ রাজা এবং প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওহাসান ও. রশীদ, উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বলেন, “প্রাইম ব্যাংক দীর্ঘমেয়াদী অর্থায়ন এবং ওয়ার্কিং ক্যাপিটাল ফ্যাসিলিটি সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎখাতে দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছে। আমি বিশ্বাস করি,বিদ্যুৎ খাতে প্রাইম ব্যাংকের ক্রমাগত বিনিয়োগ দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখবে”।