শিরোনাম

South east bank ad

ভাঙ্গুড়ায় শাশুড়িকে পিটিয়ে হত্যা : জামাতার বোন আটক

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুশান্ত কুমার সরকার, (পাবনা) :

পাবনার ভাঙ্গুড়ায় জামাতা ও তার পরিবারের সদস্যদের মারপিটে আইরুন নেছা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত আইরুন নেছার জামাতা রবিউল ইসলাম এর বোন রোবেকা (৩২) কে আটক করেছে পুলিশ।

নিহত আইরুন নেছা উপজেলার খানমরিচ ইউনিয়নর হেলেঞ্চা গ্রামের মৃত আইয়ুব আলীর স্ত্রী। অভিযুক্ত জামাতা রবিউল ইসলাম একই ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত আইরুন নেছার কন্যা আদুীরর সাথে রবিউলের প্রায় ৪ বছর আগে বিবাহ হয়। বিবাহের পর থেকে তার শাশুড়ির বাড়িতেই থাকত তারা। প্রায় ৮ মাস পূর্বে স্ত্রী সাথে সর্ম্পকের অবনতি ঘটলে রবিউল সন্তান ও তার স্ত্রীকে রেখে তার পিতার বাড়ি চলে যায়। এরপর ঘটনার দিন আইরুন নেছা উপজেলার চন্ডিপুর বাজারে ১০ টাকা মূল্যের চাউল আনতে গেলে তার জামাতা রবিউল ইসলামের সাথে দেখা হয়। রবিউল ইসলাম শাশুড়িতে বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে কথা বলার এক পর্যায়ে রবিউল ও তার বোন রেবেকার সাথে আইরুন নেছা কথাকাটাকাটি শুরু হয়। এসময় রবিউল ও তার বোন রেবেকা দুজন মিলে আইরুন নেছাকে বেধরক পেটাতে থাকে। এতে তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত অভিযোগে রেবেকা খাতুন নামের একজনকে আটক করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: