শিরোনাম

South east bank ad

পাহাড়রে টিলা থেকে যুবকরে ঝুলন্ত মরাদহে উদ্ধার

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর):

শামীম আলম,জামালপুর :জামালপুররে বকশীগঞ্জে গারো পাহাড়রে টিলায় গাছরে সাথে ঝুলে থাকা এক যুবকরে মরদহে উদ্ধার করছেে থানা পুলিশ। মঙ্গলবার বলো ১১ টার দকিে ধানুয়া কামালপুর ইউনয়িনরে বালিঝুড়ি পাহাড় থকেে রাজু মিয়া (৩৫) নামে ওই যুবকরে মরদহে উদ্ধার করা হয়।
রাজু মিয়া ধানুয়া কামালপুর ইউনয়িনরে গদেরা গ্রামরে জাফর মিয়ার ছেলে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) শফিকুল ইসলাম জানান , মঙ্গলবার সকালে বালিঝুড়ি এলাকায় গারো পাহাড়ের টিলায় একটি গাছের সাথে রাজু মিয়ার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলশিকে খবর দেয়। পুলিশ বলেন ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে । ময়না তদন্তের জন্য লাশটি শেখ হাসিনা মেডিকেল কলেজ মর্গে প্রেরন করা হয়েছে।ময়না তদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: