আইজিপির সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর সাথে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আলদুহাইলান ১৪ নভেম্বর দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।
আইজিপি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিরাজমান দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তাঁরা উভয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশে বসবাসকারী সৌদি নাগরিকদের নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেন এবং আইজিপিকে ধন্যবাদ জানান।
সাক্ষাতকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।