মাধবপুরে মহিলা সমাবেশ
শেখ জাহান রনি, (মাধবপুর) :
ক্ষুধা ও দারিদ্রমুক্ত সানার বাংলা গড়ার প্রত্যয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্দ্যোগে ব্যান্ডিং বিষয় প্রচার কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসাব হবিগঞ্জ জেলা তথ্য অফিসের আয়াজনে মাধবপুর উপজলার মনতলায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় মনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়াজিত মহিলা সমাবেশ প্রধান শিক্ষক বিল্লাল মিয়ার সভাপতিত্ব প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হবিগঞ্জ জেলার উপ পরিচালক মোঃ নাজমুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা তথ্য অফিসার প্লাবন চৌধুরী,হবিগঞ্জ জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিম,বহরা ইউ/পি চেয়ারম্যান আরিফুর রহমান,আওয়ামীলীগ সভাপতি আঃ ছাত্তার মাষ্টার(আঃ রহমান),সহকারী শিক্ষক সুলমান মিয়া সহ প্রমুখ।