শিরোনাম

South east bank ad

গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের সংগ্রাম চলবে : সেতুমন্ত্রী

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ক্রমবিকাশওমান ধারা অব্যাহত থাকলেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যাবে। গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম চলবে।

বুধবার সকালে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে আওয়ামী লীগের পক্ষে থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে, আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের ৷

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্বৈরশাসন থেকে গণতন্ত্রের অভিযাত্রা নূর হোসেনের আত্মত্যাগ আমাদের ইতিহাসের পাতায় গৌরবময় হয়ে আছে। বিরোধী দলের নেত্রী থাকা অবস্থায় সাহসী কাণ্ডারি শেখ হাসিনার নেতৃত্বে নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে বেগবান আন্দোলন আমাদের বহুকাঙ্খিত গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে।

তিনি বলেন, এদিনে আমাদের গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও এখনো পায়নি প্রাতিষ্ঠানিক রূপ। শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ক্রমবিকাশওমান ধারা অব্যাহত থাকলেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যাবে। গণতন্ত্র ও দেশের জনগণের জন্য আমাদের সংগ্রাম চলবে।

আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পর এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন শহীদ নুর হোসেন চত্বরে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানায়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: