নেত্রকোনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
আব্দুর রহমান, (নেত্রকোনা) :
নেত্রকোনা 'মুজিবর্ষে শপথ করি দূর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোণায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ উদ্বোধন করা হয়েছে।
নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় পাটপট্টিস্থ ফায়ার সার্ভিস কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় জাতীয় পতাকা, বিভাগীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সপ্তাহের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
এ উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন পিএফএম (এস) এর সভাপতিত্বে, অগ্নি নির্বাপক কর্মী কামরুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী।
পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ অগ্নিকান্ডের মহড়া ও অগ্নি নির্বাপক যন্ত্রপাতি পরিদর্শন করেন