অনিয়মের দায়ে নাটোরে ৪ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নিম্নমানের মরিচ ব্যবহার করে মরিচের গুঁড়া তৈরির অপরাধে বুধবার দুপুরে নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় বাজার এলাকায় দুটি মসলা মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে ১২ মণ নিম্নমানের মরিচ জব্দ করা হয়।
একই আদালত বিভিন্ন অপরাধে আরও দু'টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
বিএসটিআই রাজশাহীর পরিদর্শক রকিবুল হাসান রিপন এবং উপজেলা সহকারী (ভূমি) মো. আবু রাসেল অভিযানে নেতৃত্ব দেন। এতে সহায়তা দেয় পুলিশ।
গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে ফাইভ স্টার মসলা মিলকে ২০ হাজার টাকা, নটরাজ মসলা মিলকে ১০ হাজার টাকা, নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অপরাধে ফকির চানাচুর ফ্যাক্টরিকে ৫ হাজার টাকা এবং পেট্রোল পরিমাপে কম দেওয়ায় হরিবাসর সংলগ্ন পেট্রোল ডিজেলের দোকানি কামরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরে জব্দকৃত ১২ মণ নিম্নমানের মরিচ ধ্বংস করা হয়।