শরীয়তপুরে বৈধ প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভা
রোমান আহম্মেদ, (শরীয়তপুর) :
শরীয়তপুর সদর উপজেলার ২য় পর্যায়ে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন উপলক্ষে ১০টি ইউনিয়নের বৈধ প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ-বিধি প্রতিপালন সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা নির্বাচন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, সদর উপজেলা নির্বাচন অফিসার সোহরাব হোসেন, পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন,সহ জেলা পুলিশ, জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নির্বাচনী প্রার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।