শিরোনাম

South east bank ad

আইন শিথিল হলে মেনে নেব না : ইলিয়াস কাঞ্চন

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

স্টাফ রির্পোটার :

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, সড়ক নিরাপদ করতে সড়ক পরিবহন আইন জরুরি। কার্যকরের পর পরিবহন নেতাদের দাবির মুখে এ আইন সংশোধনের আলোচনা হয়। সেখানে আমরাও মতামত দিয়েছি। সংশোধনের ফলে আইনের কোনো ধারায় শাস্তি বা সাজা কমানো হয় কিনা, তা-ই এখন দেখার বিষয়। অজামিনযোগ্য ধারা সংশোধন করে জামিনযোগ্য করার যে দাবি তোলা হয়েছে, আমরা তার বিরোধিতা করেছি। সরকার কী করে তা দেখার পর আমরা বিস্তারিত বলতে পারব।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এ মনোভাব তুলে ধরেন ইলিয়াস কাঞ্চন। নিরাপদ সড়ক চাই আন্দোলনের এ প্রতিষ্ঠাতা বলেন, ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মসূচি রয়েছে। দেশের বিভিন্ন স্থানে আমাদের মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।’

২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর এ দিনটি দীর্ঘদিন ধরেই নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করে আসছেন ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানও আছে। ২০১৮ সালে ২২ অক্টোবরকে সরকারিভাবে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা করা হয়। ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সড়ক নিরাপদ করার কাজটি অনেক কঠিন। মালিক, প্রশাসন ও যাত্রীদের অধিকাংশ শিক্ষিত হওয়ার পরও তারা নিজেদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কতটা আন্তরিক, সেটিই যেখানে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সেখানে সচেতনতা আর কতটুকুই আশা করা যায়?’

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিরাপদ সড়ক বাস্তবায়ন করা এখন দেশের ১৮ কোটি মানুষের দাবি। প্রায় তিন দশক হতে চলল সড়ককে নিরাপদ করার সামাজিক আন্দোলন চালিয়ে আসছে নিসচা। এ আন্দোলনে শুরু থেকেই আমরা চালক, মালিক, যাত্রী, প্রশাসন সবাইকে দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন করতে চেয়েছি। আজও সেই কাজ করছি।’ তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর আমরা এতগুলো সময় পার করলাম, অথচ সচেতনতার ক্ষেত্রে তার ফল শূন্যই বলা চলে। পাকিস্তানের ২৫ বছরের নির্যাতন থেকে মুক্ত হতে পারলাম মাত্র ৯ মাসে। ৯ মাসে স্বাধীনতা অর্জন করতে পারলে ৫০ বছর পার হতে যাচ্ছে, আমরা সড়ক দুর্ঘটনাকে কমিয়ে একটি জায়গায় দাঁড় করাতে পারছি না কেন? তা হলে কি আমরা সড়ক দুর্ঘটনা রোধে আন্তরিক না? আর এই আন্তরিকতার অভাব কোথায়?’

এত বছর কাজ করার পরও কেন সড়ক দুর্ঘটনা কমানো যাচ্ছে না- এমন প্রশ্ন তুলে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এটি অর্থনীতির কোনো সমস্যা নয়। ৫০ বছরে দেশ অনেক দূর এগিয়েছে। অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এত কিছু যদি আমরা করতে পারি, তা হলে সড়ক দুর্ঘটনা কমবে না কেন? এর কারণ হিসেবে দেখা যাচ্ছে কিছু বিষয়ের উদাসীনতা।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: