ময়মনসিংহে পুলিশের অভিযানে গ্রেফতার- ৮
রাসেল আহমেদ, (ময়মনসিংহ) :
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার ও ধর্ষণসহ আট আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধায় কোতোয়ালী মডেল থানার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রিপন কুমার সাহা, ফয়সাল, সুমি আক্তার, মাজহারুল ইসলাম হৃদয়, সৈয়দ মোস্তাফিজুর রহমান, মাহবুবুল হাসান অনিক, আজিজুল হক, জাহিদুল ইসলাম ওরফে আবুল।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, সিআর মামলায় একজন, জিআর মামলায় একজন, মাদক ব্যবসায়ী দুইজন, ধর্ষণ ও নিয়মিত মামলায় চারজনসহ মোট আট জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।