শিরোনাম

South east bank ad

বঙ্গবন্ধুর সমাধিতে জেলা আইনজীবি বার সমিতির নব নির্বাচিত কমিটির শ্রদ্ধা

 প্রকাশ: ২০ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামনু, (গোপালগঞ্জ ):

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে গোপালগঞ্জ জেলা আইনজীবি বার সমিতির নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (২০ অক্টোবর) বিকালে জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি এড্যাভোকেট সুনীল কুমার দাস ও সাধারণ সম্পাদক এড্যাভোকেট এম জুলকদর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে ফুল শ্রদ্ধা জানায় আইনজীবীরা। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

এ সময় সিনিয়র আইনজীবী এড্যাভোকেট মুন্সি আতিয়ার রহমান, এড্যাভোকেট চৌধুরী খসরুল আলম, এড্যাভোকেট আওলাদ আলী মোল্লা, এড্যাভোকেট ফকির নুরুল ইসলাম, এড্যাভোকেট মিয়া আসাদুজ্জামান, এড্যাভোকেট আবু হেনা মোস্তফা কামাল, এড্যাভোকেট শামসুন্নাহার, এড্যাভোকেট মইনুল ইসলাম সুমনসহ প্রমূখ আইনজীবী উপস্থিত ছিলেন।

গত ৯ অক্টোবর সুনীল কুমার দাস-এম জুলকদর রহমান প্যানেল রবিউল আলম-মহব্বত আলী সরদার প্যানেলকে পরাজিত করেন নির্বাচিত হন। এম জুলকদর রহমান চতুর্থবারের মতো গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: