শিরোনাম

South east bank ad

জামালপুরে সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রতি ও প্রীতি শোভাযাত্রা

 প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রতি ও প্রীতি শোভাযাত্রা করেছে জামালপুর জেলা আওয়ামীলীগ।

মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের বকুলতলা মোড়ে আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রতি ও প্রীতি শোভাযাত্রা করেছে জেলা আওয়ামীলীগ। বাংলার মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আমরা সবাই বাঙালি, বঙ্গবন্ধুর বাংলায় সাম্প্রদায়িকতার ঠাঁই নাই, ধর্ম যার যার উৎস সবার শ্লোগানে জেলা আওয়ামীলীগ আয়োজিত সম্প্রতি ও প্রীতি শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে দয়াময়ী মোড়ে জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ বাকি বিল্লাহ'র সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ও প্রীতি শোভাযাত্রা শেষে দয়াময়ী মোড়ের সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহম্মদ চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম, সাবেক সাধারন সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, পৌরসভার মেয়র, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু প্রমুখ। এ সময় বক্তরা বলেন, সাম্প্রদায়িক সহিংসতার ইন্দনদাতা তারেক রহমান। বিদেশ থেকে কাল কাঠি নাড়ছে আর জামাত-বিএনপি সহিংসতা করছে। তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। এসব সাম্প্রদায়িক দাঙ্গাবাজদের প্রতিহত করতে হবে।

বক্তরা আরো বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় সকল নেতা-কর্মীদের স্বজাগ থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

এ সময় জেলা আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবক লীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: