রংপুরে দেয়াল ধসে প্রাণ গেল শিশুর
আমিনুল ইসলাম জুয়েল, (রংপুর) :
রংপুরের কাউনিয়ায় ঘরের দেয়াল ধসে আয়শা সিদ্দিকা নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার সারাই ইউনিয়নের খানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়শা সিদ্দিকা ওই এলাকার স্কুল শিক্ষক নুরুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে খানবাড়ি এলাকার একটি পুরাতন বাড়িতে দুই মাস থেকে বসবাস করছেন স্কুল শিক্ষক নুরুল ইসলাম। রোববার রাতে হঠাৎ ঘরের পার্টিশনের দেয়ালটি ধসে নিচে চাপা পড়ে শিশু আয়শা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি শওকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, 'দেয়াল চাপায় এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।