শিরোনাম

South east bank ad

নাটোরে ৩৮৩টি মন্দিরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসব শুরু

 প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

নাটোরের ৩৮৩ টি মন্দিরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসব শুরু হয়েছে।

আজ সোমবার সকালে প্রতিটি মন্দিরে ঘটে ষষ্ঠী পূজা শুরু হয়েছে। ঢাকের বাদ্য, কাঁসর আর ঘন্টা ধ্বনী ও ধুপধুনার গন্ধে প্রতিটি মন্দির প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে।

সন্ধ্যায় আমন্ত্রণ ও অধিবাসের পর আসনে প্রতিমা স্থাপনের মাধ্যমে শুরু হবে দূর্গা প্রতিমার আরাধনা। পূজা, আরতী, অঞ্জলী ও ভোগ রাগের মধ্য দিয়ে প্রতিদিনের পূজার সমাপ্তি ঘটবে।

এ ভাবে সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী ও দশমী পূজার মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসবের সমাপ্তি ঘটবে। দেবী আসছেন ঘোটকে ফল ছত্রভঙ্গ আর যাবেন দোলায় ফল মড়ক। তাই ভক্তরা মায়ের চরণে অঞ্জলী দিয়ে দেবী দূর্গার কাছে প্রার্থনা করবেন যাতে সকল অমঙ্গল দূর হয়ে তার নিজের, পরিবারের ও দেশের সকলের মঙ্গল স্থাপিত হয়। প্রার্থনা করবেন যাতে করে দেশ তথা বিশ্ব থেকে করোনা মহামারিসহ সকল প্রকার রোগ দূর হয়ে শান্তি স্থাপিত হয়।

মন্ডপের পুরোহিত জানান, কল্পারম্ভের মধ্য দিয়ে ষষ্ঠী পূজা তথা শারদীয় দূর্গাপূজা শুরু হচ্ছে। সবাই আশা করে যেন দূর্গা পূজার শুভ সম্পন্ন হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: