জামালপুরে জামান মটরর্সের উদ্বোধন
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরে জেলা প্রশাসনের কর্মরত কর্মচারী এবং আগত সেবাগ্রহীতাদের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত মোটর সাইকেল গ্যারেজের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ই অক্টোবর) মোটরসাইকেল গ্যারেজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোহাম্মদ কবির উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা, মেয়ের ছানোয়ার হোসেন ছানু,২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোঃ সোহানুর রহমান, ,বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজাত আলী প্রমূখ।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন দপ্তরের লোকজন উপস্থিত ছিলেন।