ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা
আমিনুল ইসলাম জুয়েল, (রংপুর) :
রংপুর নগরীর সাহেবগঞ্জ এলাকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আলম তুষারের(২৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
তানভীর আলম তুষার ওই এলাকার মহসিন আলীর ছেলে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার পর কোন এক সময় তানভীর আলম তুষার তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন।
বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন তুষারের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবরদেয়। পরে পুলিশ ঘটনা স্থল থেকে তুষারের মরদেহ উদ্ধার করে।
এর আগে I QUIT for ever লিখে তার নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন তুষার।
পরিবারের বরাত দিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, মোবাইলে জুয়া খেলতেন তুষার। এ নিয়ে পরিবারের সঙ্গে তার মনোমালিন্য সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তুষার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।