ময়মনসিংহে পুলিশের অভিযানে গ্রেফতার ১২
রাসেল আহমেদ, (ময়মনসিংহ) :
ময়মনসিংহে অভিযান চালিয়ে ২৪ ঘন্টায় মাদক ব্যবসায়ী সহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক কারবারিদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, সজিব ঋষি, মোঃ জাহিদ, ,এমদাদুল হক,মোঃ আবু বক্কর রিপন,মোঃ আলম মিয়া,মাহমুদ ওরফে সামদী,মন্তাজ ওরফে মন্তা,সাদ্দাম হোসেন।
এ ছাড়া চুরি ও পূর্বের মামলায় ০৪ জন সহ মোট ১২ জন কে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকালে কোতোয়ালী মডেল থানার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হবে।আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।