পরিবহনে কাউকে চাঁদাবাজি করতে দেবো না -শাজাহান খান এমপি
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, আমরা ইতিমধ্যেই পরিবহনে চাঁদাবাজি বন্ধ করেছি। সড়কে কোনো চাঁদাবাজি করতে দেবো না। যারা চাঁদাবাজি করবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে, চাঁদাবাজির জন্য কোনো শ্রমিক দায়ী হতে পারে না। কোন ব্যক্তি যদি চাঁদাবাজি করে সে দায় তার, আমাদের কোনো দায় নেই।
বৃহস্পতিবার দুপুরে উত্তরাঞ্চলের পরিবহন খাতে সর্ব বৃহৎ সংগঠন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দীর্ঘ ১০ বছর পর শহরের ভবের বাজার ট্রাক টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ মিটুল।
সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান আলী। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুরের সঞ্চালনায় সভায় সংগঠনের আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল।
বক্তব্য রাখেন পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন, রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক রাজিয়া সুলতানা, মিজানুর রহমান, জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, শ্রমিক নেতা সৈয়দ কবির আহম্মেদ মিঠু, মান্নান মন্ডল, নিহাজুল ইসলাম মনা, কফিল উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শ্রমিকদের কল্যাণে পদক্ষেপ নিয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। করোনাকালে শ্রমিকদের সহায়তা দিয়েছেন। আন্দোলন সংগ্রামে আহত ও নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন। শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ে আমরা সবসময় মাঠে রয়েছি, তিনি নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
সভায় কার্যনির্বাহি কমিটি ৩০ সদস্য থেকে কমে ২১ সদস্য বিশিষ্ঠ করা হয়। এছাড়া মৃত শ্রমিকদের জন্য ৬০ হাজার টাকা অনুদান, শ্রমিকের মেয়ের বিয়ের জন্য ২০ হাজার টাকা, বয়স্ক শ্রমিকদের ভাতা, মেধাবী শিক্ষার্থীদের বই ক্রয়ের অনুদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে পাশ করা হয়। এছাড়া নির্বাচন পরিচালনার করার জন্য কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।