আধুনিক প্রযুক্তিতে বীজ উৎপাদনে কৃষক মাঠ স্কুল
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট আধুনিক প্রযুক্তিতে বীজ উৎপাদনে কৃষক মাঠ স্কুল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ফকিরহাট উপজেলার নওয়াপাড়া এলাকায় এই মাঠ স্কুল ও প্রদর্শনী পরিদর্শন অনুষ্ঠিত হয়।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরণ প্রকল্পের আওতায় এই মাঠ স্কুলের প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত।
কৃষকদের প্রশিক্ষণ দেন, ফকিরহাট কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল পাল প্রমুখ।
প্রশিক্ষণে কৃষকদের হাতে কলমে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণের কৌশল শেখানো ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়।